নাড়ি ছেঁড়া স্বপ্ন
- অমিতাভ মিত্র
নাড়ি ছিঁড়ে গেলেই
জন্ম নেয় এক নতুন স্বপ্ন ,
শুরু হয়ে যায় লালন পালনের উৎসব ,
খেলনাবাটির তৈজসপত্ররা আবার মাতে সংসারে ,
মৃত্যুর আগে .....
শব্দেরা ধিক্কার জানিয়ে মিছিল করে যায় I
বৃদ্ধ-বট আবার দেখে যায় বানোয়াট স্বপ্নের ব্যালে ,
না চাইলেও শুনে ফেলে খুনসুটির খেউড় ,
অবশেষে ......
ক্লান্ত চোখে ভেসে বেড়ায়
ঘুঙ্গুর পায়ে কত্থকের মুজরা I
নসিবে লেখা নিস্ক্রমনের তারিখ মেনে ....
থামতে হয়ই কোনো একদিন ,
কেউ কেউ ঠুকরে দেয়
ভাগ্যবশত পাওয়া দ্বিতীয় সুযোগ ,
কেউ কেউ নির্দিধায়
পরে নেয় অকৃতজ্ঞতার কালো-কোট ,
বেশিরভাগ মনই জানেনা ......
কেমন করে দেখতে হয় স্বপ্ন কিম্বা
কোন ঋতুতে বাগান আলো করে ফুল I
তবু ,
নিয়তি আবার গেঁথে দেয় নতুন স্বপ্নের দহেজ ,
আবার শুরু হয় শেষ থেকে শুরুর নাটক ,
ফাঁকা কলসের আবার ভাড়াটিয়া হয় দীর্ঘশ্বাস ,
নাড়ি ছিঁড়ে জন্ম নেয় আবার কোনো নতুন স্বপ্ন ,
নৈবেদ্য সাজিয়ে সামনে এসে দাঁড়ায় ....
অন্য কোনও নারী