তোমার আমার পার্থক্য
- তারিক সামিন
কি আর্শ্চায এক গভীরতা
প্রশান্তি আছে তোমার মাঝে,
আর-
কি আশ্চর্য এক অস্থিরতা
বিরাজ করে আমার মাঝে।
তুমি কত শান্ত-প্রেমময়ী-বাস্তববাদী
আর-
আমি কী ভাববাদী রুপকময়ী!
তুমি যখন আকাশের মত বিস্তৃত হও
তখন আমি সাগরের গভীরতা খুঁজি,
বিপ্লব-বিদ্রোহ আর বাধভাঙা আমার নীতি
বাঁধন-বশীকরণ আর সম্মোহন তোমার রীতি।
আমি ভেঙে গড়তে চাই
মরে চাই বাঁচতে;
তুমি নিশ্চয়তা চাও
আর চাও ভালোবাসতে।