Peter Nyberg (born 1974) is a Swedish poet and editor in chief for Populär Poesi, a magazine on poetry. The poems are from Palliative Care (2016).
ঝড়
-পিটার নীবারি
অনুবাদ: আনিসুর রহমান
তুমি বললে
এরকম ঘটনার পর
একজন আরেকজনে
যাবে বদলে।
আমি সায় দিলুম
তারপর আমরা খাবার কিনলুম
শেক্সপিয়রের ঝড় নাটকটি দেখলুম
কিন্তু মাঝখানে আলো নিভে গেলো
দেখতে দেখতে কত লোক মারা গেল
উত্তাপে মৃতরা
সারিবদ্ধ দাঁড়ালো
দক্ষতার সাথে আলোকচিত্রীরা
সেই চিত্র দৃশ্য ধারণ করে নিলো
প্রতিবেদকের সামনেই একজন বৃদ্ধা ভেঙে পড়লো
যিনি তার গোটা পরিবারকেই হারিয়ে
নিজে এক জোরালো প্রতীক হলো
সর্বকালের ভয়াবহ দুর্গোগ এলো
তুমি বললে
আমি সায় দিয়ে গেলাম
তারপর আমরা বাকি নাটকটি দেখলাম
টক সস পেঁয়াজ এবং চিপস খেলাম
মৃতদের সম্মানে
ঐ বছর আমরা কোনো আতশবাজী কিনি নে।
নববর্ষের প্রাক্কালে
শ্যাম্পেন, খাবার দাবার মেয়ে মানুষসহ
সকল আনন্দই ছিল আমাদের করতলে
ঘটনাটা ব্যাপক ও ভয়াবহ ছিল
যখন গোটা ইউরোপ থমকে গেল
তুমি বললে
আমি সায় দিয়ে গেলাম
মিনিট তিনের মধ্যে
আমরা মৃত মানুষদের নিয়ে ভাবলাম
আমি একটি বৈদ্যুতিক
মিশ্রকের কথা চিন্তা করলাম
আমি কিনে ফেলব এরকমটাও চাইলাম
কিন' খুব করে মৃত মানুষের কথাই ভাবলাম।
যারা মারা গেল
তাদের কথাই ভাবলাম
এরপরে সবকিছু ঠিক ছিল
সবকিছু চলছিল।
The Tempest
- Peter Nyberg
Translated by Mel Perry and Derek Coyle.
‘After such an event
you are bound to be changed,’
you said. And I agreed.
Then we bought snacks
and sat down to watch Shakespeare,
The Tempest, but we changed channel
half-way through,
to check how many people had died
in the heat. We saw
corpses deployed in rows,
human lamenting, skilfully
captured by the photographers.
An old woman broke
down before the reporter;
she had lost her entire family,
and was a strong symbol.
‘The greatest disaster ever,’
you said, and I agreed. Then
we continued with the rest
of the play, munching
on our sour cream and onion crisps.
I think,
to honour the dead,
we bought no fireworks that year,
for the New Year’s Eve festival,
but still,
we enjoyed champagne, food,
all the beautiful women
and men, such fun
we had. ‘All of Europe
stopped’, you said. ‘So powerful.’
And I agreed.
For three minutes
we thought of the dead,
and I thought of an electric mixer
I wanted to buy. Mostly,
I did think of those
who died, while everything else
continued, while everything else
continued