-খালিদ মোশারফ
এত ছোট গাছ, এত বার ডাল ভাঙ্গা হয়েছে
এত ছোট গাছ, এত বার পাতা ছেড়া হয়েছে
এত ছোট গাছ, এত তৃষ্ণা পেয়েছে
এত ছোট গাছ, এভাবে বাঁচতে শিখেছে।
এত ছোট গাছ, এভাবে তাকাতে শিখেছে
এত ছোট গাছ, বুক উঁচু করে দাড়িয়ে
এত ছোট গাছ, বেঁচে থাকার কি যেন অর্থ খোঁজে
এত ছোট গাছ, সহ্য করে কিভাবে?
এত ছোট গাছ ,শীত লাগে শীত রাতে
এত ছোট গাছ, ফের কুশি গজাবে
এত ছোট গাছ, কাঠ হয়ে দাড়িয়ে
এত ছোট গাছ আবার ছাগলে পাতা ছিড়ে খাবে।
এত ছোট গাছ, সূর্য পানে তাকিয়ে
এত ছোট গাছ সূর্য তোমার পানে তাকিয়ে
এত ছোট গাছ কি যেন নিয়ে দাড়িয়ে
এত ছোট গাছ ছোট জীবনে সীমাহীন কষ্ট ছাপিয়ে
কষ্টকে কি ডেকে নেই দুহাত বাড়িয়ে?